মুখ লুকিয়ে দেশে ফিরলেন ইরফান
‘কিছু সময় জীবন ধাক্কা দিয়ে আপনাকে জাগিয়ে দেবে। গত কয়েকদিন আমার জীবন একটি রহস্য গল্পের মতো ছিলো। কখনও ভাবিনি কঠিন গল্পের খোঁজ করতে গিয়ে কঠিন রোগে আক্রান্ত হবো। আমি কখনও হাল ছাড়িনি এবং আমার পছন্দের বিষয়ের জন্য লড়াই করেছি, ভবিষ্যতেও করে যাবো।’এক বছর আগে নিজের অসুস্থতার খবর জানিয়ে ফেসবুকে এমনটাই লিখেছিলেন ইরফান খান। এরপরই জানা যায়, বলিউডের এই অভিনেতা ক্যানসারে আক্রান্ত।